ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাকি আক্তার (৪৫) নামের গৃহবধূর লাশ উদ্ধার করছেন পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) ফটিকছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড লালমাঝি পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।
লাকি আকতার উক্ত এলাকার মৃত রহিম বক্স এর কন্যা ও জানে আলম প্রকাশ গুন্নুর স্ত্রী।
জানা যায়, ঘরের ছাদে লাকি আকতারের ছোট ছেলে তাঁর মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
লাকি আক্তার ২ ছেলে ও ১ কন্যা রয়েছে।
প্রতিবেশীরা বলছে বেশ কিছুদিন ধরে লাকি আক্তার মানসিক অসুস্থতা ও জ্বিনের প্রভাবে ভুগছিলেন। এ নিয়ে তার চিকিৎসাও করা হয়।
ফটিকছড়ি থানায় অফিসার্স ইনচার্য কাজী মাসুদ বলেন, আমরা খবর পেয়ে মহিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।



