নিজস্ব প্রতিবেদক: বাকলিয়া থানাধীন নোমান কলেজ রোডস্থ বাস্তুহারা কলোনীর মসজিদ গলিস্থ এলাকা থেকে 9 Armed Police Battalion এর মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মনসুর (৩৮)কে তার টিনসেড বসত ঘরের দক্ষিণ পার্শ্বের কক্ষ হইতে ২০৩ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
আজ রবিবার (১৭ এপ্রিল) সকালে ৯ এপিবিএন এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমান এর নেতৃর্ত্বে এসআই মোঃ আবুল কালাম সঙ্গীয় অন্যান্য ফোর্সের সহায়তায় বাকলিয়া থানাধীন নোমান কলেজ রোডস্থ বাস্তুহারা কলোনীর মসজিদ গলিস্থ ধৃত আসামী মোঃ মনসুর (৩৮) এর টিনসেড বসত ঘরের দক্ষিণ পার্শ্বের কক্ষের খাটের নিচ হইতে গ্রেফতারকৃত আসামী মোঃ মনসুর (৩৮)কে ২০৩ পুরিয়া গাঁজা, কাগজসহ সর্বমোট ওজন ৭৪০ গ্রাম জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসআই মোঃ আবুল কালাম বাদী হয়ে এজাহার দায়ের করিলে বাকলিয়া থানার মামলা নং-২৩ , তারিখ- ১৭/০৪/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় রুজু করা হয়।
Post Views: 283



