পটিয়া প্রতিনিধি: পটিয়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রবিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটা নজু মিয়া লেন এলাকার মো. আনিছের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Post Views: 295




