লিটন কুতুবী, কুতুবদিয়া: বৈশাখের শুরুতে আকষ্মিক বজ্রপাতে কুতুবদিয়া উপকূলে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর গ্রামের লবণ মাঠে কাজ করা অবস্থায় আবদুল জব্বারের ছেলে লবণ শ্রমিক সিহাব উদ্দিন (৬০), বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গজালিয়া,গলাচিপা গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে নৌকা শ্রমিক সাহাব উদ্দিন (৫০), আহত হয়েছে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের জেলেপাড়ার পরবেশ দাশের ছেলে সুশিল দাশ (৩৬)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বৈশাখী বজ্রপাতে তাবলরচর এলাকায় স্থানীয় বাসিন্দা লবণ মাঠে কাজ করা অবস্থায় শিহাব উদ্দিন, কুতুবদিয়া চ্যানেলে ড্রেজারের মাধ্যমে বড়ঘোপ জেটি ঘাটের পাশে বালি উত্তোলন শ্রমিক পটুয়াখালী গজালিয়ার বাসিন্দা শাহাব উদ্দিন, বড়ঘোপ ইউনিয়নের জেলেপাড়ার সুশিল দাশ নামের তিন জনকে জরুরী বিভাগে ভর্তি করে। তন্মধ্যে সাহাব উদ্দিন আর শেহাব উদ্দিনকে পরীক্ষা নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষনা করে এবং সুশিল দাশকে আহত অবস্হায় হাসপাতালে ভর্তি দেন বলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
বজ্রপাতে লবণ শ্রমিক ও নৌ শ্রমিক দুইজন নিহত হয়েছে। একজন আহত হয়েছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার।




