প্রেস বিজ্ঞপ্তি: সিএমপি ডিবি’র উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসস্ত্র সহ ৮ ডাকাতকে আজ শুক্রবার (০৮ এপ্রিল) দুপুর দেড় টায় বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, মোঃ জসিম প্রকাশ মনির হোসেন, মহিউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, মোঃ সোহেল, মোঃ আল-আমিন, আঃ রাজ্জাক প্রকাশ রানা, মোঃ শরিফ প্রকাশ কালাইয়া ও মোঃ সাদ্দাম হোসেন।
পুলিশ জানায়, সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের ০২ নং টিম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ মোড়স্থ শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র শাবল, ছুরি সহ উল্লেখিত অপরাধীদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে অপরাধীরা জানায়, তারা বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকার বিভিন্ন দোকান ও আশেপাশের বাসা বাড়ী এবং কক্সবাজার হতে চট্টগ্রাম নগরীতে আসা বিভিন্ন পথচারীদের জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ঘটনাস্থলে সমাবেত হয়েছে।
Post Views: 726




