নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ২৪ বছরের সাকিবুল হাসান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত বলে জানা যায়।
আজ রবিবার(১৬ নভেম্বর) বেলা ২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে পাহাড়ী জাঙ্গাইল্যা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মোটরসাইকেল আরোহী নাটোরের সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা।
নিহতের এক সফরসঙ্গী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ তারা ১৫জন নারীপুরুষ মিলে ৩দিন পূর্বে রাজশাহী থেকে কক্সবাজার যান। ঘটনার দিন সকালবেলা কক্সবাজার থেকে ফেরার পথে ঘটনাস্থলে সড়কের উপর স্থাপিত গতিরোধকে মোটরসাইকেলের গতি হারায়। নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মোটরসাইকেলে থাকা দু’জন সড়কের পাশে সেতুর নিচে পড়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক সাকিবুল হাসানকে মৃত ঘোষনা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরী বিভাগের চিকিৎসক ইজাজ আহমেদ শামীম সাকিবুল হাসানের মৃত্যু নিশ্চিত করেন। ঘটনায় গুরুতর আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ সূত্রে প্রকাশ দূর্ঘটনায় নিহতের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে স্বজনদের নিকট।




