দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামে বিনিয়োগ বোর্ডের কার্যালয় গুটিয়ে নেয়া হচ্ছে। একইসাথে দেশের সব বিভাগীয় কার্যালয়ও বন্ধ করে দেয়া হচ্ছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুধুমাত্র ঢাকার প্রধান কার্যালয় থেকে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রামে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে ব্যবসায়ী ও শিল্পপতিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এতে ব্যবসা–বাণিজ্যসহ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে বলে তারা মন্তব্য করেছেন। অবশ্য বিনিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অনলাইন সেবার মাধ্যমে বিনিয়োগকারীরা সব ধরনের সেবা পাবেন।

সূত্র জানিয়েছে, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সব বিভাগীয় কার্যালয় গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব কার্যালয় বিলুপ্ত করা হবে। ইতোমধ্যে এসব কার্যালয়ের মালামালের বিস্তারিত তালিকা তৈরি ও ৩০ নভেম্বরের মধ্যে সব নথি প্রধান কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেবা শুধুমাত্র প্রধান কার্যালয় থেকে দেয়া হবে। এ নির্দেশের আওতায় বিভাগীয় কার্যালয়গুলোকে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, ভাড়াসহ সব ধরনের দায়–দেনা পরিশোধ করে অফিস বন্ধ করতে বলা হয়েছে। প্রশাসনিকভাবে এটি সরকারি বিনিয়োগ প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পুনর্গঠন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রধান সমুদ্রবন্দরের কারণে চট্টগ্রাম দেশি–বিদেশি বিনিয়োগকারীদের নিকট গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানকার ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। রয়েছে বিনিয়োগ প্রস্তাব। এসব বিনিয়োগের প্রতিটির সাথে সম্পর্ক রয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। স্থানীয়ভাবে যা বিনিয়োগ বোর্ড হিসেবে পরিচিত।

বিডা মূলত বিনিয়োগে প্রচার, অনুমোদন ও সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের মতো পরিবেশ তৈরি, প্রয়োজনীয় অনুমোদনসহ নানা ক্ষেত্রে বিনিয়োগ বোর্ড দায়িত্ব পালন করে। দেশি–বিদেশি ব্যবসায়ী ও শিল্পপতিদের বিনিয়োগ বোর্ডে প্রচুর কাজ থাকে। চট্টগ্রামে বিনিয়োগ বোর্ডের কার্র্যালয় থাকার কারণে এসব কাজ অনেক সহজ ছিল উল্লেখ করে ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যে–কোনো প্রয়োজনে আমরা আগ্রাবাদের সিজিও বিল্ডিংস্থ বিনিয়োগ বোর্ডের কার্যালয়ে গিয়ে কাজ সেরে আসতে পারতাম। এখন এসব কাজের জন্য ঢাকায় দৌড়াতে হবে।

অনলাইনে সেবা প্রদানের কথা বলা হলেও মোহাম্মদ জাফরুল ইসলাম নামে একজন বিনিয়োগকারী বলেন, দেশে অনলাইনের যে অবস্থা, সার্ভারে যেভাবে গোলমাল থাকে, তাতে চট্টগ্রামে বসে অনলাইন সেবার মাধ্যমে বিনিয়োগ বোর্ডের কাজ সমাধা করার কার্যক্রম দুরাশা।

ব্যবসায়ী ও শিল্পপতিরা বলছেন, দেশের অন্যান্য বিভাগের সাথে চট্টগ্রামের তুলনা করা ভুল। শুধুমাত্র দেশি–বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামের কার্যালয়টি চালু রাখার জন্য তারা আহ্বান জানান।

গত অর্থবছরে চট্টগ্রামে ২ হাজার ৪১২ কোটি ৯৩ লাখ টাকা বিনিয়োগ হয়েছে উল্লেখ করে সূত্র বলেছে, বিপুল এই বিনিয়োগে চট্টগ্রামস্থ কার্যালয় থেকে সব ধরনের সহায়তা দেয়া হয়েছে। এর আগের বছর চট্টগ্রামে বিনিয়োগ ছিল ৩ হাজার ৪৫০ কোটি ৪৮ লাখ টাকা। এভাবে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগকারীদের জন্য এখানে বিনিয়োগ বোর্ডের কার্যালয় থাকা জরুরি বলে ব্যবসায়ী ও শিল্পপতিরা মন্তব্য করেছেন।

বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) এখন কেবল প্রধান কার্যালয় থেকে পরিচালিত হবে উল্লেখ করে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, এই সেবা দেশের যে–কোনো প্রান্ত থেকে নেয়া যাবে। দেশব্যাপী সুষ্ঠুভাবে কার্যক্রম চালানোর জন্য ওএসএস একটি দারুণ আইডিয়া এবং এটি কাজে অনেক বেশি গতি আনবে।

চট্টগ্রামের বিনিয়োগকারীরা মনে করছেন, স্থানীয় কার্যালয় বন্ধের ফলে বিনিয়োগকারীদের ফিজিক্যাল সহায়তা কমে যাবে। বিশেষত আঞ্চলিক উদ্যোক্তারা যারা সরাসরি যোগাযোগে অভ্যস্ত ছিলেন, তাদের জন্য এটি বড় রকমের একটি ধাক্কা।

দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামে বিনিয়োগ বোর্ডের কার্যালয় গুটিয়ে নেয়া হচ্ছে। একইসাথে দেশের সব বিভাগীয় কার্যালয়ও বন্ধ করে দেয়া হচ্ছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুধুমাত্র ঢাকার প্রধান কার্যালয় থেকে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রামে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে ব্যবসায়ী ও শিল্পপতিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এতে ব্যবসা–বাণিজ্যসহ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে বলে তারা মন্তব্য করেছেন। অবশ্য বিনিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অনলাইন সেবার মাধ্যমে বিনিয়োগকারীরা সব ধরনের সেবা পাবেন।

সূত্র জানিয়েছে, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সব বিভাগীয় কার্যালয় গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব কার্যালয় বিলুপ্ত করা হবে। ইতোমধ্যে এসব কার্যালয়ের মালামালের বিস্তারিত তালিকা তৈরি ও ৩০ নভেম্বরের মধ্যে সব নথি প্রধান কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেবা শুধুমাত্র প্রধান কার্যালয় থেকে দেয়া হবে। এ নির্দেশের আওতায় বিভাগীয় কার্যালয়গুলোকে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, ভাড়াসহ সব ধরনের দায়–দেনা পরিশোধ করে অফিস বন্ধ করতে বলা হয়েছে। প্রশাসনিকভাবে এটি সরকারি বিনিয়োগ প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পুনর্গঠন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রধান সমুদ্রবন্দরের কারণে চট্টগ্রাম দেশি–বিদেশি বিনিয়োগকারীদের নিকট গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানকার ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। রয়েছে বিনিয়োগ প্রস্তাব। এসব বিনিয়োগের প্রতিটির সাথে সম্পর্ক রয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। স্থানীয়ভাবে যা বিনিয়োগ বোর্ড হিসেবে পরিচিত।

বিডা মূলত বিনিয়োগে প্রচার, অনুমোদন ও সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের মতো পরিবেশ তৈরি, প্রয়োজনীয় অনুমোদনসহ নানা ক্ষেত্রে বিনিয়োগ বোর্ড দায়িত্ব পালন করে। দেশি–বিদেশি ব্যবসায়ী ও শিল্পপতিদের বিনিয়োগ বোর্ডে প্রচুর কাজ থাকে। চট্টগ্রামে বিনিয়োগ বোর্ডের কার্র্যালয় থাকার কারণে এসব কাজ অনেক সহজ ছিল উল্লেখ করে ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যে–কোনো প্রয়োজনে আমরা আগ্রাবাদের সিজিও বিল্ডিংস্থ বিনিয়োগ বোর্ডের কার্যালয়ে গিয়ে কাজ সেরে আসতে পারতাম। এখন এসব কাজের জন্য ঢাকায় দৌড়াতে হবে।

অনলাইনে সেবা প্রদানের কথা বলা হলেও মোহাম্মদ জাফরুল ইসলাম নামে একজন বিনিয়োগকারী বলেন, দেশে অনলাইনের যে অবস্থা, সার্ভারে যেভাবে গোলমাল থাকে, তাতে চট্টগ্রামে বসে অনলাইন সেবার মাধ্যমে বিনিয়োগ বোর্ডের কাজ সমাধা করার কার্যক্রম দুরাশা।

ব্যবসায়ী ও শিল্পপতিরা বলছেন, দেশের অন্যান্য বিভাগের সাথে চট্টগ্রামের তুলনা করা ভুল। শুধুমাত্র দেশি–বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামের কার্যালয়টি চালু রাখার জন্য তারা আহ্বান জানান।

গত অর্থবছরে চট্টগ্রামে ২ হাজার ৪১২ কোটি ৯৩ লাখ টাকা বিনিয়োগ হয়েছে উল্লেখ করে সূত্র বলেছে, বিপুল এই বিনিয়োগে চট্টগ্রামস্থ কার্যালয় থেকে সব ধরনের সহায়তা দেয়া হয়েছে। এর আগের বছর চট্টগ্রামে বিনিয়োগ ছিল ৩ হাজার ৪৫০ কোটি ৪৮ লাখ টাকা। এভাবে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগকারীদের জন্য এখানে বিনিয়োগ বোর্ডের কার্যালয় থাকা জরুরি বলে ব্যবসায়ী ও শিল্পপতিরা মন্তব্য করেছেন।

বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) এখন কেবল প্রধান কার্যালয় থেকে পরিচালিত হবে উল্লেখ করে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, এই সেবা দেশের যে–কোনো প্রান্ত থেকে নেয়া যাবে। দেশব্যাপী সুষ্ঠুভাবে কার্যক্রম চালানোর জন্য ওএসএস একটি দারুণ আইডিয়া এবং এটি কাজে অনেক বেশি গতি আনবে।

চট্টগ্রামের বিনিয়োগকারীরা মনে করছেন, স্থানীয় কার্যালয় বন্ধের ফলে বিনিয়োগকারীদের ফিজিক্যাল সহায়তা কমে যাবে। বিশেষত আঞ্চলিক উদ্যোক্তারা যারা সরাসরি যোগাযোগে অভ্যস্ত ছিলেন, তাদের জন্য এটি বড় রকমের একটি ধাক্কা।