কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলীর বড়উঠানে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনার ২২ দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে কক্সবাজারের টেকনাফ থানাধীন পশ্চিম গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন চকরিয়া পৌরসভা তরছঘাটা পশ্চিম ভাটাখালী এলাকার নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২৫) এবং টেকনাফ পশ্চিম গোদার বিল এলাকার আহাম্মদ হোছনের ছেলে মো. আব্দুল করিম (৩৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহানগর গোয়েন্দা শাখা (বন্দর ও পশ্চিম) বিভাগের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১২ অক্টোবর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে পরিবারের সদস্যের অস্ত্রের মুখে জিম্মি করে ১০/১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার নগদ দুই লাখ টাকা এবং কয়েকটি স্মার্টফোন লুট করে নেওয়ার অভিযোগ করেছিল ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় পরিবারের প্রধান মোহাম্মদ মিয়া (৬৫) কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছিল, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলের মাত্র ১০ ফুট দূরে থাকলেও ধাওয়া দেয়নি ডাকাতদের। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রতিক্রিয়া দেখা দেন। পরে গত ১৬ অক্টোবর দায়িত্বে অবহেলার কারণে ঘটনাস্থলে ডিউটিতে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দুইজনকে রবিবার (গতকাল) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।




