দি ক্রাইম ডেস্ক: পুরো একটি পাহাড় কেটে মাটি বিক্রি করে দেয়া হচ্ছিল। ইতোমধ্যে পাহাড়টির অন্তত ৫০ শতক অংশ মাটি কেটে সমান করে ফেলা হয়েছে। বেশ কিছুদিন ধরে চক্রটি মাটি বিক্রির কাজ করছিল। খবর পেয়ে গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের কালাজিখিল গ্রামের ডলু মৌজাস্থ করবল্লার টিলাটি কাটার দায়ে এই মামলা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ওই পাহাড়ের মাটি বিক্রি করে দেয়ার অপরাধে পাইন্দংয়ের তাজুল ইসলামের পুত্র মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ রাসেল, জহুর আহম্মেদের পুত্র মোহাম্মদ ওসমান, মৃত কামরুজ্জামানের পুত্র মোহাম্মদ সাদ্দাম, মৃত মোহাম্মদ তৌহিদের পুত্র মোহাম্মদ সজিব, মাস্টার হালিমের পুত্র মির্জা রুবেল এবং লিয়াকত আলী সিকদারের পুত্র সাদেক আলী সিকদারের বিরুদ্ধে গতকাল ফটিকছড়ি থানায় পরিবেশ আইনে মামলা রুজু করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।




