খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতককে এক দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে শিশু কল্যাণ বোর্ডের সভা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের কাছে নবজাতককে হস্তান্তর করা হয়।
এর আগে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা শিশু কল্যাণ বোর্ড সদস্য ও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নাজমুল আহসান বলেন, গত ২০ অক্টোবর রাতে জেলা সদরের পূর্ব শান্তিনগর এলাকায় রাজু বোর্ডিংয়ের পিছনে পাওয়া নবজাতক শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে। পরে নবজাতককে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে পরিচর্যায় রাখা হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর নবজাতককে দত্তক নেওয়ার জন্য ৩৩ দম্পতি আবেদন করেন। যাচাই বাছাইয়ের পর এদের মধ্যে ৫ জনের আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। তাদের মধ্যে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ৪ জন উপস্থিত হোন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনার পর একটি পরিবারের কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঐ দম্পতি চট্টগ্রামে বসবাস করে। তারা শিশুটির আর্থিক নিরাপত্তার জন্য খাগড়াছড়ি সোনালী ব্যাংকে ১৫ লাখ টাকার এফডিআর হিসাব খোলে। শিশুর ভবিষ্যৎ নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা।




