দি ক্রাইম ডেস্ক: রাস্তা কেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টিঅ্যান্ডটিসহ বিভিন্ন সরকারি–বেসরকারি সংস্থার আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরিতে অতীষ্ঠ পুলিশ অবশেষে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা হয়েছে। নগরীর চান্দগাঁও থানা এলাকায় সংঘটিত এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ লিটন, আকবর হোসেন, সাজ্জাদ চৌধুরী অভি, মোহাম্মদ ফয়সাল, আরফান চৌধুরী, মোহাম্মদ শাহিন ও রমজান আলী সানি। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথাসহ সন্নিহিত এলাকায় রাস্তার পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ড লাইনে নেয়া সরকারের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টিঅ্যান্ডটি, বেসরকারি মোবাইল অপারেটরসহ বিভিন্ন সংস্থার মূল্যবান ক্যাবল মাটি খুঁড়ে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছিল দীর্ঘদিন ধরে। এতে উক্ত সংস্থাগুলোর সেবা প্রদান ব্যাহত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারাও ছিল অতীষ্ঠ। পুলিশকে দফায় দফায় অভিযোগ করা হয়েছিল।
বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে চান্দগাঁও থানা পুলিশ গোপন সোর্স নিয়োগ করে। পুলিশ খবর পায়, থানার মোহরা এলাকার গোলাপের দোকানের কাছে রাস্তা খুঁড়ে তার চুরি হচ্ছে। গত ৩১ অক্টোবর রাত দেড়টা নাগাদ মাটি খুঁড়ে ক্যাবল চুরির খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মুছার নেতৃত্বে একটি দলকে ঘটনাস্থলে পাঠান। ওই সময় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। কিন্তু পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। সরকারি রাস্তা খুঁড়ে সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থার ক্যাবল চুরির ঘটনায় একটি মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার চেষ্টার ঘটনায় অপর একটি মামলা করে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে নিয়েছি। সাতজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, এ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে ও অবকাঠামো রক্ষায় আমরা তৎপর রয়েছি।




