মিজবাউল হক , চকরিয়া : কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে স্কুল কলেজ মাদরাসার বিপুল শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে স্মরণকালের বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ বাস্তবায়ন চকরিয়া উপজেলা কমিটির উদ্যোগে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা এগারোটায় চকরিয়া নিউমার্কেটের সামনে মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ বাস্তবায়ন চকরিয়া উপজেলা কমিটির আহ্বায়ক এডভোকেট লুৎফুল কবিরের সভাপতিত্বে পরিবেশ সংগঠক আলাউদ্দিন আলো ও ইসফাতুল ইসলামের মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন।
চকরিয়া পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, ৬ লেন বাস্তবায়ন কমিটির কক্সবাজারের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ, জেলা কমিটির আহ্বায়ক কমরেড গিয়াসউদ্দিন, সদস্য সচিব নাজিম উদ্দীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী করিমুল্লাহ কলিম, ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স এর সভাপতি মো: কামরুল হাসান, সফিনা আজিম, এডভোকেট জাফর আলম দিদার, চকরিয়া উপজেলা কমিটির সদস্য সচিব ও বাপা চকরিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদ, এপেক্সশিয়ান মোহাব্বত চৌধুরী, জাতীয় পার্টি নেতা শামসুল আলম, ডুলহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, চকরিয়া মহিলা কলেজ এর অধ্যক্ষ জুবাইদুল হক, বাংলাদেশ বেতার কক্সবাজার প্রতিনিধি শাহ মো: জাহেদ, চকরিয়া চৌকি আদালতের পিপি এডভোকেট সরওয়ার আলম, চকরিয়া এডভোকেট এসোসিয়েট’স সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট মিজবাহ উদ্দীন, নারীনেত্রী শাহানা বেগম, বাপা চকরিয়া উপজেলা কমিটির সহ সভাপতি সাজেদুল ইসলাম রুবেল সিকদার, বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক তৌহিদুল ইসলাম, বাপা চকরিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, কবি সাইফুল মোস্তফা, নারীনেত্রী রুনা আক্তার ও সাংবাদিক ফরিদা ইয়াছমিনসহ বিপুল সংখ্যক জনসাধারণ এ দাবী জানান।
এছাড়া কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের গণদাবির প্রতি একাত্মত জানিয়ে উপস্থিত ছিলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চকরিয়া উপজেলার কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ, কর্মনীড়, সচেতন নাগরিক কমিটি (সনাক), এডভোকেট্স এসোসিয়েশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), চকরিয়া ব্যবসায়ী সমিতি, মানবকল্যান ফাউন্ডেশন চকরিয়া, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন, প্রবাসী কল্যান সমিতি চকরিয়া, পিএফজি, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার মহাসড়ক জবরদখলের কারণে প্রতিনিয়ত সংকোচিত হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবাধে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় প্রতিদিন ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী সাধারণ, পথচারীদের অযাচিত প্রাণহানি ও আহত হয়ে পঙ্গুত্ব বরণের ঘটনা ঘটছে হরহামেশা। এমন পরিস্থিতিতে মহাসড়কটি এখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। এ অবস্থায় আমরা কক্সবাজার মহাসড়কে আর মৃত্যুর মিছিল চাইনা, আমরা নিরাপদ সড়ক চাই। মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হোক এটাই কক্সবাজারের ২২ লাখ মানুষের প্রাণের দাবি।
Post Views: 179




