নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় গাড়ির চাকা পাল্টানোর সময় জিপ গাড়ির নিচে চাপায় পড়ে ৩২ বছরের তারেকুল ইসলাম নামে একই গাড়ির হেল্পারের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
১১ মে রবিবার বেলা ১টার দিকে উপজেলার পশ্চিম কলাউজান গ্রামে বাহাদুর পাড়া নামক এলাকায় ঘটেছে এ দূর্ঘটনা। নিহত হেল্পার তারেকুল ইসলাম একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁদা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রমতে, চলন্ত জীপের চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা খুলে পাল্টানোর সময় যন্ত্রের (জগের) ওপর গাড়ি খাঁড়া করে রাখে। এক পর্যায়ে যন্ত্র থেকে গাড়ি নিচে পড়ে যায় ফলে গাড়ির চাপায় পড়ে এ হেল্পার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি তাৎক্ষনিকভাবে লোহাগাড়া থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ লোহাগাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ।




