দি ক্রাইম ডেস্ক: জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নাইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার সকাল ১১টায় চকবাজার প্যারেড মাঠে জানাজা অনুষ্ঠিত হয় ।
শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Post Views: 168




