বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অস্ত্রসহ গিয়াস উদ্দীন সাব্বির (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাঁর সহযোগী শাহিনকেও আটক করা হয়েছে।
রবিবার (১১ মে) ভোররাতে উপজেলার মিলিটারি পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গিয়াস উদ্দীন সাব্বির পটিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। আটকের সময় তাদের থেকে অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মিলিটারি পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
Post Views: 164




