নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে ৬২ বছরের নুরুল আমিন নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।
১০ মে শনিবার সন্ধ্যা ৬টায় বাতাসে হাঁটতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় এ বৃদ্ধ। দূর্ঘটনাটি ঘটেছে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের দারোগা পাড়া এলাকার রেলওয়ের ৭০১ পিলারের কাছে। নিহত নুরুল আমিন পশ্চিম চুনতি হাদুর পাড়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিকভাবেও অসুস্থ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, অসুস্থ নুরুল আমিন প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বিকেলে নিজ বসতঘর থেকে অন্তত আধা কিলোমিটার দূরে রেললাইনের পাশে ঘোরাঘুরি করতে গিয়ে রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক হাসপাতালে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Post Views: 196




