রাউজান প্রতিনিধি: রাউজানে ড. মুহাম্মদ রোশাঙ্গীর আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোশঙ্গীর আলম রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন প্রয়াত আবদুল হাকিম সওদাগরের ছেলে।
তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে পূর্বের মামলা ছিল। রোশাঙ্গীরকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রোশাঙ্গীর আলমকে আজ চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।
Post Views: 179




