খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষীছড়িতে কিশোরিকে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকালে খাগড়াছড়ির লক্ষীছড়িতে কিশোরীটি পাহাড়ের ছড়ায় গোসল করতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুই যুবক তাকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই যুবকরা।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো.মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজী (২৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। মফিজুল উপজেলার জুর্গাছড়ির মনিরুল ইসলামের ছেলে ও আবু তালেব লক্ষ্মীছড়ি গুচ্ছগ্রামের হামিদুল গাজির ছেলে।
ভিকটিম বাদী হয়ে বৃহস্পতিবার (১ মে) লক্ষ্মীছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি দায়ের করে। মামলা রুজুর পরই পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.খালেদ হোসেন জানান, মামলা দায়েরের পর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




