পেকুয়া প্রতিনিধি: পেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টা থেকে বিকেল পর্যন্ত পেকুয়ার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল আজিজ (১১), জাইমা (২), আবরার (৭), সাইদুর রহমান (৮), আলিফা (২৩ মাস), নুরুল আজিম (২৬), আফিফা (৫), কামাল হোছাইন (৬৫), জারিয়া (৯), আরিয়ান (৬), সুমন (১৭), পারভীন (৩৮), রিয়া মনি (১১), শাহিন আলম (১২) এবং দিলোয়ারা বেগম (৭০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ৩টার দিকে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনার আলী মাতব্বর পাড়া, সিকদার পাড়া ও আহমদ ডিলার চৌমুহনী এলাকায় দুইটি পাগলা কুকুর লোকজনকে কামড়াতে শুরু করে। এসময় আতঙ্কিত হয়ে ওঠে এসব এলাকার লোকজন। কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, বিকেল ৩টা থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা আসতে শুরু করেন। এ পর্যন্ত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। তাই প্রথমে ৪ জন এবং পরে আরও ১০ জনকে চট্টগ্রাম ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার্ড করা হয়েছে।




