নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল উপজেলার উত্তর কলাউজান গ্রামে। ৩০ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এসব অস্ত্র উদ্ধার করে এলাকার আলীকদম মুন্সী বাড়ি, তেলীপাড়া নাজির হোসেনের বাড়ির পাশে পাওয়া যায় গ্যাসগান ও টিয়ারশেল।

সূত্রমতে, ৯৯৯-এর কলের মাধ্যমে অস্ত্রের বিষয়টি জানার পরে ঘটনাস্থলে গিয়ে মাটি খনন করে সেফটিট্যাংকের পাইপ লাইনে বস্তামোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায় বলে জানান স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ। ধারনা করা হচ্ছে, গত সনের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে লোহাগাড়া থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। উদ্ধারকৃত এ অস্ত্র লোহাগাড়া থানা থেকে লুন্ঠিত হতে পারে। উদ্ধারকৃত অস্ত্রের ব্যাপারে যাচাই-বাছাই ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ।

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল উপজেলার উত্তর কলাউজান গ্রামে। ৩০ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এসব অস্ত্র উদ্ধার করে এলাকার আলীকদম মুন্সী বাড়ি, তেলীপাড়া নাজির হোসেনের বাড়ির পাশে পাওয়া যায় গ্যাসগান ও টিয়ারশেল।

সূত্রমতে, ৯৯৯-এর কলের মাধ্যমে অস্ত্রের বিষয়টি জানার পরে ঘটনাস্থলে গিয়ে মাটি খনন করে সেফটিট্যাংকের পাইপ লাইনে বস্তামোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায় বলে জানান স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ। ধারনা করা হচ্ছে, গত সনের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে লোহাগাড়া থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। উদ্ধারকৃত এ অস্ত্র লোহাগাড়া থানা থেকে লুন্ঠিত হতে পারে। উদ্ধারকৃত অস্ত্রের ব্যাপারে যাচাই-বাছাই ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ।