প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি : টেকনাফের হ্নীলা নয়াপাড়া এলাকায় র‌্যাব -১৫ এর আভিযানিক দল কর্তৃক ১লক্ষ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বুধবার (২৪ জানুয়ারী)টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের যাদিমুডা এলাকার কক্সবাজার টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথায় কালুর ভাতঘর নামক দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তাদের আলামতসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন-উখিয়া বালুখালী ৯ নং ক্যাম্পের অলিয়ামদের ছেলে মোঃ নুর (২৮), ২৬ নং ক্যাম্পেরএইচ ব্লকের নজির আহমেদের ছেলে মোঃ ইসহাক(২০) ও টেকনাফ সদরের দক্ষিণ দেইলপাড়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে মোহাম্মদ জাহেদুল্লাহ (৩৮) ।

র‌্যাব -১৫ এর মুখপাত্র দি ক্রাইমকে জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেখানো মতে তাদের সাথে থাকা সাদা বর্ণের প্রাইভেটকার এর পিছনের সিটের পিছনের অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের বস্তার ভিতর হতে সর্বমোট একলক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একটি প্রাইভেট কার (যার রেজিঃ নম্বর চট্ট মেট্রো গ- ১২৩৬২৭ ও চেসিচ নং ঘউ-১২১-৩২৮৪৪৮৩), ১টি চাবি,৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ছয়টি সিম কার্ড ও নগদ ৪৫০০ টাকা জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক বেচা বিক্রি সহ বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি : টেকনাফের হ্নীলা নয়াপাড়া এলাকায় র‌্যাব -১৫ এর আভিযানিক দল কর্তৃক ১লক্ষ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বুধবার (২৪ জানুয়ারী)টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের যাদিমুডা এলাকার কক্সবাজার টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথায় কালুর ভাতঘর নামক দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তাদের আলামতসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন-উখিয়া বালুখালী ৯ নং ক্যাম্পের অলিয়ামদের ছেলে মোঃ নুর (২৮), ২৬ নং ক্যাম্পেরএইচ ব্লকের নজির আহমেদের ছেলে মোঃ ইসহাক(২০) ও টেকনাফ সদরের দক্ষিণ দেইলপাড়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে মোহাম্মদ জাহেদুল্লাহ (৩৮) ।

র‌্যাব -১৫ এর মুখপাত্র দি ক্রাইমকে জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেখানো মতে তাদের সাথে থাকা সাদা বর্ণের প্রাইভেটকার এর পিছনের সিটের পিছনের অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের বস্তার ভিতর হতে সর্বমোট একলক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একটি প্রাইভেট কার (যার রেজিঃ নম্বর চট্ট মেট্রো গ- ১২৩৬২৭ ও চেসিচ নং ঘউ-১২১-৩২৮৪৪৮৩), ১টি চাবি,৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ছয়টি সিম কার্ড ও নগদ ৪৫০০ টাকা জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক বেচা বিক্রি সহ বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।