চন্দনাই প্রতিনিধি: চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের গণসংযোগে সর্বস্তর মানুষের ঢল নেমেছে। স্বতন্ত্র প্রার্থী ৩ বারের নির্বাচিতর উপজেলা চেয়ারম্যান, আ’লীগ কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আবদুল জব্বার চৌধুরী বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বাগিছা হাট থেকে শুরু করে পূর্ব সাতবাড়িয়া হাই স্কুল, মহুরী হাট, নাজির হাট, হাফেজ নগর দরবার শরীফ, জামতল, ইউনুচ মার্কেট ও বৈলতলী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন জায়গার নির্বাচনী অফিসে এবং পথ সভায় বক্তব্য প্রদান করেন।
গণসংযোগের সংবাদে বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে। তার সমর্থকেরা আনন্দে আত্মহারা হয়ে পায়ে হেঁটে গনসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় তার নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ নিয়ে হাফেজ নগর দরবার শরীফ জেয়ারত করেন।
বিভিন্ন পথ সভায় স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন, প্রত্যেক জনগণের জন্য তার দরজা সব সময় খোলা ছিল। সন্ত্রাসী, মাস্তান নিয়ে তিনি রাজনীতি করেন না। তাই তার জনপ্রিয়তা দেখে বিভিন্ন জাগয়ায় নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিড়লেও বিরোধী পক্ষের অযোগ্যতায় ভোটারদের হৃদয়ে জব্বার চৌধুরী স্থান করে নিয়েছে। একদিন কোন মানুষের সাথে কথা বললে তার সাথে ১০ বছর পরও দেখা হলে তার নামসহ বিস্তারিত মনে থাকায় সর্বস্তরের মানুষের সাথে তার ভালো সম্পর্কয় নির্বাচনে জয়ের প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন বলে জানান তিনি।
জনগণ চাই তার সমস্যা কোন জনপ্রতিনিধিকে বলে একটু সম্মান ও সহযোগিতা পাওয়া। তাই বিগত সময় সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করায় জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন বলে উল্লেখ করেন। যারা মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের সাথে তিনি চলেন না। তাই নির্বাচন নিয়ে কোন ধরনের সহিংসতার না জড়ানোর জন্য তার নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশ দেন।
বিগত উপজেলা চেয়ারম্যানেও তার সাথে নানান ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে বলেন, নির্বাচনকালীন প্রচারোনার জন্য ২টি ইউনিয়নে তাকে ঢুকতেইও দেননি সন্ত্রাসীরা। কিন্তু ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৮টি ভোট কেন্দ্রে তিনি নির্বাচিত হয়েছেন। এবারও যে সমস্ত এলাকায় সমস্যা দেখা যাচ্ছে প্রশাসন তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে বলে জানান। সুষ্ঠ ভোট ঠেকাতে বিরোধী পক্ষ কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। সন্ত্রাসী বাহিনী দিয়ে তার নেতাকর্মীদের হুমকিও দিচ্ছেন।
এ সময় আয়ুব মেম্বার নামে একজন জনপ্রতিনিধি বলেন, দেশের উন্নয়ন এককভাবে কোন এমপির সফলতা নয়। সর্বস্তরের জনপ্রতিনিধি যথা, মেম্বার, চেয়ারম্যান, মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের কার্যক্রমে মাননীয় প্রধান মন্ত্রী সরকার প্রধানের দিকনির্দেশনার ফল বলে জানান তিনি।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শেখ টিপু চৌধুরী, আব্দুল আজিজ মেম্বার, মোজ্জাম্মেল সিকদার, মোর্শেদ বিন চৌধুরী (খোকন), কাজী আমান উল্লাহ, মো. মামুন, আবদুর রহমান, আবুল বশর, শফিউল আলম, জসিম উদ্দিন চৌধুরী, আয়ুব মেম্বার, নারী নেত্রী রহিমুন নেছা খানম প্রমুখ।



