চৌদ্দগ্রাম প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯ কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম থেকে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় অসংখ্য নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জামা দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপ কমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম।
এই সময় স্বতন্ত্র প্রার্থী এম তমিজ উদ্দিন ভূইয়া সেলিম জানান, আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি তাতে আমার কোনো দুঃখ নেই। আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছে ৮ জন প্রার্থী তার মধ্যে পাবে একজন। জনগণ পাশে থাকলে যে কোনো প্রতীক নিয়ে বিজয় হওয়া সম্ভব। জনগণ যদি পাশে না থাকে তাহলে দলীয় প্রতীক দিয়ে কি হবে। আমি দীর্ঘদিন থেকে চৌদ্দগ্রামের অসংখ্য মানুষের সেবা দিয়ে যাচ্ছি ও এই চৌদ্দগ্রামে আওয়ামীলীগের অসংখ্য ত্যাগী নেতারা মামলার শিকার হয়েছে। ওইসব ত্যাগী নেতাদের মিথ্যা মামলা থেকে মুক্ত করে সকলকে নিয়ে একটি স্মার্ট চৌদ্দগ্রাম হিসেবে পরিনত করা আমার মূল লক্ষ। তাই আমার বিশ্বাস সাধারণ জনগণ আমার পাশে আছে এবং ৭ জানুয়ারী জনগণের ভোটের মাধ্যমে জয়যুক্ত হবো ইনশাআল্লাহ।




