সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের নিকট আচরণ বিধি মেনে তিনি মনোনয়ন পত্র জমা দেন ।
ডা.মিনহাজের মনোনয়নপত্র জমাদানের সময় সাথে ছিলেন , সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুৃমান আরা বেগম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ ও সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.সেলিম।
এসময় উপজেলা পরিষদের বাইরে পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদওয়ানুল ইসলাম সুমন, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রাকিব, যুবলীগ নেতা ও কেরানীহাট বাজারের ইজারাদার মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটাররা উপজেলা পরিষদের বাইরে অবস্থান করছিলেন।
মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. মিনহাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে রূপান্তরের লক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণকে নির্বাচনে প্রার্থী হওয়ার যে সুযোগ দিয়েছেন সেজন্য ব্যক্তিগতভাবে আমি এবং দেশবাসীর পাশাপাশি সাতকানিয়া-লোহাগাড়ার মানুষও বঙ্গবন্ধু কন্যার কাছে কৃতজ্ঞ। তাই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে সাধারণ মানুষ নির্ভয় ও নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার করুক এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিক এ প্রত্যাশা করি। কারণ এ বারের দ্বাদশ সংসদ নির্বাচন দেশ এবং দেশের বাইরে প্রশ্নাতীতভাবে মাইলফলক হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে ভোট যুদ্ধে নেমেছি।
কেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমন প্রশ্নে ডা. মিনহাজ বলেন, দলীয় নেতাকর্মী ও সমাজের সর্বস্তরের নাগরিকদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার মানসে মনোনয়নপত্র জমা দিয়েছি। এছাড়া নেত্রী যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে কোন বাধা নাই বলেছেন এবং অনুমতি দিয়েছেন সে জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে, নেত্রী যদি এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তাহলে আমিও দলের বাইরে যাব না। এখানে দল এবং সাধারণ ভোটাররা আমার কাছে চূড়ান্ত বিষয়।
কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন হবে এমন প্রশ্নে ডা. মিনহাজ বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন। আমি বিশ্বাস করি ভোটের দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসবেন, নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন।
স্বতন্ত্র নির্বাচন করতে দলের কোন বাধা আছে কিনা এমন প্রশ্নে ডা. মিনহাজ বলেন, আমি মনোনয়ন চেয়েছিলেন অজ্ঞাত কারণে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন নাই। তবে, দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে অনুমতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।




