ঢাকা ব্যুরো: আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।আজ শনিবার ( ১৪ অক্টোবর)সকালে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
গত ২৬ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৩ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া জানুয়ারির শুরুতেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোন দল নির্বাচনে আসবে, কারা আসবে না সেটা আমাদের দেখার বিষয় না। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে। তবে আশা করছি জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে।
Post Views: 277




