ঢাকা ব্যুরো: চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।আজ রবিবার (৩০ জুলাই) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনের ১৫৬টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। এই উপনির্বাচনের ভোটগ্রহণ ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় দেখছে নির্বাচন কমিশন।

কেন্দ্রে কেন্দ্রে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা। প্রতিটি ভোট কক্ষে একটি এবং কেন্দ্র প্রতি দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে ভোট পর্যবেক্ষণের জন্য। সব মিলিয়ে ১৫৬৩টি সিসি ক্যামেরা রাখা হয়েছে নির্বাচনী এলাকায়।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক গণমাধ্যমকে জানান, ভোট শুরুর পর প্রথম আধা ঘণ্টায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।

এর আগে ঢাকা-১৭ উপ-নির্বাচন, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন এবং গাইবান্ধা-৫ উপ নির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করেছে ইসি।

উল্লেখ্য, গত ২ জুন সাংসদ ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়। গত ৮ জুন এ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এরমধ্যে নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৩ জন।

ঢাকা ব্যুরো: চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।আজ রবিবার (৩০ জুলাই) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনের ১৫৬টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। এই উপনির্বাচনের ভোটগ্রহণ ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় দেখছে নির্বাচন কমিশন।

কেন্দ্রে কেন্দ্রে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা। প্রতিটি ভোট কক্ষে একটি এবং কেন্দ্র প্রতি দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে ভোট পর্যবেক্ষণের জন্য। সব মিলিয়ে ১৫৬৩টি সিসি ক্যামেরা রাখা হয়েছে নির্বাচনী এলাকায়।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক গণমাধ্যমকে জানান, ভোট শুরুর পর প্রথম আধা ঘণ্টায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।

এর আগে ঢাকা-১৭ উপ-নির্বাচন, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন এবং গাইবান্ধা-৫ উপ নির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করেছে ইসি।

উল্লেখ্য, গত ২ জুন সাংসদ ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়। গত ৮ জুন এ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এরমধ্যে নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৩ জন।