নিজস্ব প্রতিবেদক: নগরীর ইপিজেডে ভাঙ্গা সড়কে বাঁশবোঝাই একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনার কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে সড়কের একপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে বিমানবন্দরমুখী ব্যক্তিরা। এছাড়াও অফিসগামী ও স্কুল-কলেজ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে।

আজ, শনিবার ( ২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইপিজেডের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কামরুজ্জামান রাজ।

তিনি বলেন, ইপিজেড ও বন্দরটিলার মাঝামাঝি স্থানের বাহাদুরশাহ কলোনির সামনে খাদে পড়ে বাঁশবোঝাই পিকআপ উল্টে গেছে। এতে সড়কের একপাশ আধঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। পরে সেটি সড়ক থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

নিজস্ব প্রতিবেদক: নগরীর ইপিজেডে ভাঙ্গা সড়কে বাঁশবোঝাই একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনার কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে সড়কের একপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে বিমানবন্দরমুখী ব্যক্তিরা। এছাড়াও অফিসগামী ও স্কুল-কলেজ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে।

আজ, শনিবার ( ২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইপিজেডের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কামরুজ্জামান রাজ।

তিনি বলেন, ইপিজেড ও বন্দরটিলার মাঝামাঝি স্থানের বাহাদুরশাহ কলোনির সামনে খাদে পড়ে বাঁশবোঝাই পিকআপ উল্টে গেছে। এতে সড়কের একপাশ আধঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। পরে সেটি সড়ক থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।