লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় গত ২ জুলাই শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ফিল্মি স্টাইলে ৪দোকান ও ১গৃহস্থের ২টি গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। স্বশস্ত্র চোরেরা ৪ দোকান থেকে নগদ টাকা, মোবাইল সেট ও মালামালসহ ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা জানায়। গৃহস্থের চুরি হওয়া গরু ২টির মূল্য প্রায় দেড়লক্ষ টাকা বলে জানা গেছে।
উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল নামক এলাকায় এঘটনা ঘটেছে। চুরি হওয়া দোকান ৪টি হলো মোস্তাক আহমদ ও আহমদ হোসেনের মুদির দোকান, আব্দুল জব্বারের অষুধের দোকান ও আইয়ুবের চায়ের দোকান। গরু চুরি হওয়ার গৃহস্থের নাম মো. হাসান।
দোকানদার মোস্তাক আহমদ জানান, তিনি ঘটনার সময় দোকানে ছিলেন না। ঘটনার পর জানতে পারে দোকান চুরির বিষয়ে।
আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্যা শিরিন আক্তার ও সদস্য সজুন কান্তি দাশ জানান, সঙ্গবদ্ধ স্বশস্ত্র একদল চোর হাতিয়ারকূল বাজারের পাহারাদার আব্দুস ছোবহান, জাকের হোসেন, চা দোকানদার মো. আইয়ুব ও তার এক ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ৪দোকানের মালামাল লুট করে।
একই এলাকার বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মো. হাসানকে অস্ত্রের মুখে বেঁধে তার গোয়াল ঘর থেকে নিয়ে যায় ২টি গরু। চোরেরা দোকান থেকে লুণ্ঠিত মালামাল ও গৃহস্থের গরু ২টি ট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন। এঘটনার ব্যাপারে এলাকায় অতঙ্ক বিরাজ করছে।



