মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও এবং ইসলামপুর থেকে  গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার ২২ জুন রাতে বর্ণিত ইউনিয়নের উত্তর মাইজ পাড়া ও পশ্চিম বামনকাটা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মৃত ছৈয়দ আলমের ছেলে আব্দু রশিদ এবং ইসলামাপুর ইউনিয়নের পশ্চিম বামনকাটার মৃত আব্দুল নবীর ছেলে মোস্তাক আহমদ।
ঈদগাঁও থানার অফিস্যার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, এএস আই গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও এবং ইসলামপুর থেকে  গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার ২২ জুন রাতে বর্ণিত ইউনিয়নের উত্তর মাইজ পাড়া ও পশ্চিম বামনকাটা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মৃত ছৈয়দ আলমের ছেলে আব্দু রশিদ এবং ইসলামাপুর ইউনিয়নের পশ্চিম বামনকাটার মৃত আব্দুল নবীর ছেলে মোস্তাক আহমদ।
ঈদগাঁও থানার অফিস্যার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, এএস আই গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।