প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৫ জুন বাঙ্গলী জাতির সক্ষমতা ও মর্যাদার প্রতীক “স্বপ্নের পদ্মা সেতু’র” শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের ক্ষেত্রে “পদ্মা সেতু” একটি মাইলফলক। দেশের যুগান্তকারী অর্জন ও উন্নয়নের গর্বিত অংশীদার হিসেবে বিজিএমইএ এ’সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী শনিবার ২৫ জুন সকাল ১০টায় মাহাবুব আলী হল, বিজিএমইএ ভবন, চট্টগ্রামে সরাসরি প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সকল সদস্যবৃন্দ, প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
Post Views: 261




