লিটন কুতুবী,কুতুবদিয়া: নিত্যনৈমিত্য হয়ে পড়েছে কুতুবদিয়া দ্বীপে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় উত্তর ধুরুং ইউনিয়নের জকির আলী সিকদার পাড়ার শাহাদাৎ কবিরের কন্যা স্বামী পরিত্যক্ত নয়ন মনির একমাত্র ছেলে তামভীর খান (০৩) নানার বাড়ির ব্যবহৃত পুকুরে ডুবে মারা গেছে।

নিহত তামভির দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং কাঁচার মোঃ ইয়াহিয়া খানের পুত্র। তামভীর সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যয় খেলা করার জন্য ঘরের উঠানে গেলে নিজের অজান্তে পুকুর ঘাটের পানিতে পড়ে যায়। তার মা তানভিরকে না দেখে খোজাখুঁজি করে দেখে পুকুরে পড়ে আছে। ওখান থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগের ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মোবিন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম তার এলাকার ৪ নং ওয়ার্ডের জকিরা পাড়ার শাহাদাৎ কবিরের পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, নিহত তানভিরের মা নয়ন মনির সাথে তার পিতা ইয়াহিয়া খানের বিবাহ বিচ্ছেদ হয় বিগত দুই বছর পূর্বে। তখন থেকেই তানভির আর তার মা নয়ন মনি নানার বাড়িতে থাকতো।

লিটন কুতুবী,কুতুবদিয়া: নিত্যনৈমিত্য হয়ে পড়েছে কুতুবদিয়া দ্বীপে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় উত্তর ধুরুং ইউনিয়নের জকির আলী সিকদার পাড়ার শাহাদাৎ কবিরের কন্যা স্বামী পরিত্যক্ত নয়ন মনির একমাত্র ছেলে তামভীর খান (০৩) নানার বাড়ির ব্যবহৃত পুকুরে ডুবে মারা গেছে।

নিহত তামভির দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং কাঁচার মোঃ ইয়াহিয়া খানের পুত্র। তামভীর সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যয় খেলা করার জন্য ঘরের উঠানে গেলে নিজের অজান্তে পুকুর ঘাটের পানিতে পড়ে যায়। তার মা তানভিরকে না দেখে খোজাখুঁজি করে দেখে পুকুরে পড়ে আছে। ওখান থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগের ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মোবিন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম তার এলাকার ৪ নং ওয়ার্ডের জকিরা পাড়ার শাহাদাৎ কবিরের পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, নিহত তানভিরের মা নয়ন মনির সাথে তার পিতা ইয়াহিয়া খানের বিবাহ বিচ্ছেদ হয় বিগত দুই বছর পূর্বে। তখন থেকেই তানভির আর তার মা নয়ন মনি নানার বাড়িতে থাকতো।