সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধে পটিয়া তথ্য অফিস উপজেলার কেলিশহর অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, একজন মা তার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করলে তবেই সন্তান সুসন্তান হিসেবে গড়ে ওঠে ৷ তাই মায়েদের সচেতনতাই পারে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে। মায়েরাই পারে সন্তানকে গুজবের বিরুদ্ধে সোচ্চার করতে ৷
তিনি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে, অনেক গুজব ছড়ানো হয়েছে৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ সিদ্ধান্তে অবিচল ছিলেন বলে আজ পদ্মা সেতু উদ্বোধনের দ্বারপ্রান্তে ৷
উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা রুম্পা গুহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দে, প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমেদ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বিপ্লব চক্রবর্তী, প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী প্রমুখ ৷ সূত্রঃ পিআইডি
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধে পটিয়া তথ্য অফিস উপজেলার কেলিশহর অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, একজন মা তার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করলে তবেই সন্তান সুসন্তান হিসেবে গড়ে ওঠে ৷ তাই মায়েদের সচেতনতাই পারে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে। মায়েরাই পারে সন্তানকে গুজবের বিরুদ্ধে সোচ্চার করতে ৷
তিনি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে, অনেক গুজব ছড়ানো হয়েছে৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ সিদ্ধান্তে অবিচল ছিলেন বলে আজ পদ্মা সেতু উদ্বোধনের দ্বারপ্রান্তে ৷
উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা রুম্পা গুহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দে, প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমেদ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বিপ্লব চক্রবর্তী, প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী প্রমুখ ৷ সূত্রঃ পিআইডি