মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারে জেলা নদী রক্ষা কমিটির সভা আজ সোমবার ২০ জুন সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ঐতিহ্যবাহী বাঁকখালী নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এতে দখলদারদের উচ্ছেদ ও অবৈধ স্থাপনা গুড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রধান একেএম তারিকুল আলম, জেলা আওয়ামী লীগেরর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ—পরিচালক মো. নাজমুল হুদা, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, বি.আই.ডাব্লিউটি.এ এর সহকারি পরিচালকসহ সংশ্লিষ্টরা মতামত ব্যক্ত করেন।
পরে একই স্থানে জেলা পাহাড় ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
Post Views: 341




