লিটন কুতুবী, কুতুবদিয়া: বর্ষার আষাঢ়ি বৃষ্টি শুরুতে আকষ্মিক বজ্রপাতে কুতুবদিয়া উপকূলের নৌ শ্রমিক মোঃ করিম ও মোঃ ইয়াছিন নামের দুই জেলে শ্রমিক নিহত এবং এসময় আরো দুই জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (১৯জুন) সকাল ১১ টায় উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়া গ্রামে জাকের উল্লাহর তিন ছেলে রমিজ উদ্দিন(৩৬) ইমতিয়াজ (২৫) আক্কাস (২২) এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং কাচাঁর ছাবের আহমদের পুত্র মোঃ করিম (৩৫) মাছ ধরার নৌকায় কাজ করারত অবস্থায় বজ্রপাতের আঘাতে চার জন জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশীরা খবর পেয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নেছার আহমদ আহতদের পরীক্ষা নিরীক্ষার পর মোঃ ইমতিয়াজ ও মোঃ করিমকে মৃত ঘোষনা করে। তবে আহত সহোদর দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম নিশ্চিত করেন।
নিহত মোঃ করিম রবিবার সকালে উত্তর ধুরুং চুল্লার পাড়া এলাকায় ভগ্নিপতির মাছ ধরার নৌকায় জালের কাজ করতে যায়। সেখানে বজ্রপাতের আঘাতে নিহত হয়েছে বলে দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ জানিয়েছেন।
এদিকে কুতুবদিয়ায় বজ্রপাতের আঘাতে দুই জেলে শ্রমিকের মৃত্যুর খবর ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা ও ওসি মোঃ ওমর হায়দার নিশ্চিত করেন।



