নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম এই ধরাধামের মায়া ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি … রাজিউন)।গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আজ শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম কোর্ট হিলে প্রাঙ্গণে তার প্রথম জানাজার পর মরদেহ গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।
Post Views: 232




