প্রেস বিজ্ঞপ্তি: বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।কর্মশালায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে এসডিজি ২০৩০ এর অভীষ্ট অর্জনসহ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন অবশ্যম্ভাবী। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা থেকে উত্তরণের উপায়সমূহ বের করা কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালা উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে জমির মালিকানা স্বরূপ কবুলিয়ত প্রদান করা হয়।
কর্মশালা শুরু হওয়ার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনসার বাসভবন উদ্বোধন করেন জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।




