বান্দরবান প্রতিনিধি: কয়েক দফায় সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে যখন অসহায় মানুষ নিরুপায় ঠিক সেই মুহুর্তে বান্দরবানে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে তেল কিনেছে শত শত মানুষ।
কার্ডের মাধ্যমে তারা ১৩০ টাকা দরে প্রতিজন দুই লিটার করে তেল কিনতে পেরেছেন। দিনব্যাপী এই কর্মসূচীতে তিনহাজার লিটার তেল বিতরণ করা হয়। শনিবার সকালে বান্দরবান মুক্ত মঞ্চে সূলভ মূল্যে সয়াবিন তেল বিক্রয় এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচীতে সহযোগিতা করেন বান্দরবান বাজার মুদি দোকান কল্যান সমবায় সমিতি।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, বাজার মুদি দোকান কল্যান সমবায় সমিতির সভাপতি হাফেজ আজিজুল হক, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ প্রমুখ।
এদিকে নিত্য পণ্যের চড়া বাজারের মধ্যে সূলভ মূল্যে সয়াবিন থেকে কিনতে পেরে নিম্নবিত্তের মানুষগুলো আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। ১৩০টাকা দরে তেল যেনো তাদের জন্য আর্শিবাদ এমনটি জানিয়েছেন অসংখ্য ভোক্তা।
ব্যবসায়ীরা জানান, গত তিনমাস পূর্বে যখন তেলের মূল্য বৃদ্ধি হতে শুরু করে তখন জেলা প্রশাসন ও ব্যবসায়ীরা ‘সংকটকালীন সময়ের জন্য’ তিন হাজার লিটার তেল রেখেছিলেন। বর্তমানে বাজারে তেলের মূল্য বৃদ্ধি হলে পার্বত্যমন্ত্রীর সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষের মাঝে এই তেল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বান্দরবানে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে যখন অসহায় মানুষ নিরুপায় ঠিক সেই মুহুর্তে বান্দরবানে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে তেল কিনেছে শত শত মানুষ।




