ঢাকা ব্যুরো: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেছে মেডিক্যাল বোর্ড।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকদের বৈঠক বসার কথা রয়েছে।

এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। সেই বোর্ডই আবার বৈঠকে বসতে যাচ্ছে।

অধ্যাপক জাহিদ বলেন, সকাল সাড়ে ১০টায় মেডিক্যাল বোর্ড বসছে। খালেদা জিয়ার হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করে চিকিৎসার করণীয় ঠিক করা হবে।

খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝেমধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে, থাকতে হয়েছে হাসপাতালেও।

শুক্রবার রাতে গুলশানের বাসায় ফিরোজায় অসুস্থ হয়ে পড়লে খালেদাকে তার ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা ব্যুরো: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেছে মেডিক্যাল বোর্ড।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকদের বৈঠক বসার কথা রয়েছে।

এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। সেই বোর্ডই আবার বৈঠকে বসতে যাচ্ছে।

অধ্যাপক জাহিদ বলেন, সকাল সাড়ে ১০টায় মেডিক্যাল বোর্ড বসছে। খালেদা জিয়ার হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করে চিকিৎসার করণীয় ঠিক করা হবে।

খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝেমধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে, থাকতে হয়েছে হাসপাতালেও।

শুক্রবার রাতে গুলশানের বাসায় ফিরোজায় অসুস্থ হয়ে পড়লে খালেদাকে তার ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।