প্রেস বিজ্ঞপ্তি: সীতাকুন্ডের নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল কোর্ট বিল্ডিং শাহী জামে মসজিদে আজ বৃহস্পতিবার বিকেল বাদে আছর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি সাবেক ভিপি সাইফুল আলম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেকেন্দার বাদশা।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট ইফতেখার মহসিন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলন, এডভোকেট ইসহাক, এডভোকেট মোঃ সৈয়দুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এডভোকেট মোঃ খোরশেদ আলম, এডভোকেট মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ, এডভোকেট মোঃ তাজুল ইসলাম, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট মোঃ রফিকুল আলম, মাইনুল ইসলাম মজুমদার আরমান, মোং আনিসুর রহমান, মোহাম্মদ আবুল কালাম, মো. মাঈনউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন মনি, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন উত্ত মসজিদের পেশ ইমাম সীতাকুন্ড অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্বাস্থ্য জন্য দোয়া করা হয়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সীতাকুন্ড গণমানুষের নেতা লায়ন আসলাম চৌধুরী সহ সকল কারাবন্দীদের মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। মহান আল্লাহর দরবারে কামনা করেন জালেম মিথ্যাচার সরকারের হাত থেকে অসহায় জাতিকে উদ্ধার করার জন্য ফরিহাদ করেন দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকল মুসল্লি ও মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়। পরিশেষে মুসল্লিদের মাঝে তবরুক বিতরণ করা হয়।




