চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী জাহেদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (জুন ৯) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু, যুগ্ন আহবায়ক আবিদুল ইসলাম চৌধুরী, তৌহিদুল ইসলাম, সেফাতুননুর চৌধুরী, রবিউল ইসলাম, সিরাজুল হক, মো.সাকিব, মো.নোমান, মাসুদুর রহমান ও এফরান হোসেন প্রমুখ।

সড়ক অবরোধ চলাকালে রাস্তার দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। সড়ক অবরোধের খবর পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগামী এক সপ্তাহের মধ্যে আসামী গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য যে, গত ১৮ মে রাতে তিন বন্ধু চৌধুরীপাড়া থেকে উপজেলার জিলহজ ফকিরপাড়া এলাকায় বেড়াতে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুল ইসলামসহ ৩ বন্ধু আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে নিহতের পিতা মো.জাহাঙ্গীর আলম বাদি হয়ে পরদিন চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও অদ্যাবধি এজাহারভ’ক্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ইতোমধ্যে নিহতের সহপাটি,কলেজের শিক্ষক -শিক্ষার্থী, কলেজ ছাত্রলীগ ও এলাকাবাসী আসামী গ্রেফতারের দাবিতে দু’দফায় সড়ক অবরোধসহ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন্।

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী জাহেদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (জুন ৯) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু, যুগ্ন আহবায়ক আবিদুল ইসলাম চৌধুরী, তৌহিদুল ইসলাম, সেফাতুননুর চৌধুরী, রবিউল ইসলাম, সিরাজুল হক, মো.সাকিব, মো.নোমান, মাসুদুর রহমান ও এফরান হোসেন প্রমুখ।

সড়ক অবরোধ চলাকালে রাস্তার দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। সড়ক অবরোধের খবর পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগামী এক সপ্তাহের মধ্যে আসামী গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য যে, গত ১৮ মে রাতে তিন বন্ধু চৌধুরীপাড়া থেকে উপজেলার জিলহজ ফকিরপাড়া এলাকায় বেড়াতে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুল ইসলামসহ ৩ বন্ধু আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে নিহতের পিতা মো.জাহাঙ্গীর আলম বাদি হয়ে পরদিন চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও অদ্যাবধি এজাহারভ’ক্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ইতোমধ্যে নিহতের সহপাটি,কলেজের শিক্ষক -শিক্ষার্থী, কলেজ ছাত্রলীগ ও এলাকাবাসী আসামী গ্রেফতারের দাবিতে দু’দফায় সড়ক অবরোধসহ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন্।