জাহিদ হাসান,লামা প্রতিনিধি।। বান্দরবান জেলার লামা উপজেলার কেয়াজু পাড়ায় আইপিএম পদ্ধতিতে আম উৎপাদন শীর্ষক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ইউএসআইডি এর আর্থিক সহযোগিতায় ফিড্ দ্য ফিউচার বাংলাদেশ ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি প্রজেক্ট , ফিড্ দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার ফ্রুটস্ এন্ড নন – ফুড ক্রপস্ অ্যাক্টিভিটি , ইস্পাহানি এগ্রো এবং মেরিডিয়ান এগ্রো কর্তৃক আয়োজিত উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে লামা উপজেলার কেয়াজু পাড়া সহ আশেপাশের গ্রামের শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন ।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে মিসেস কোহিনুর কামাল, চেয়ারম্যান, মেরিডিয়ান গ্রুপ এবং বিশেষ অতিথি হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী ভুলন বিশ্বাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিড্ দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার ফ্রুটস্ এন্ড নন – ফুড ক্রপস্ অ্যাক্টিভিটি থেকে মিসেস বীথিকা দাস হাজরা এবং নাজমুল হুদা সরকার। সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কলিম উদ্দিন, মেরিডিয়ান এমো এবং ফিড্ দ্য ফিউচার বাংলাদেশ ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি প্রজেক্ট এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডঃ মোঃ শাহাদাৎ হোসেন এবং মনিটরিং, ইভালুয়েশন এন্ড লারনিং স্পেসালিষ্ট মোঃ শারাফৎ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আম বাংলাদেশের জনপ্রিয় একটি ফল কিন্তু পোঁকা মাকড়ের আক্রমনে বিশেষ করে মাছি পোকার আক্রমনে প্রায় ৪০-৬০ % আম খাওয়ার অযোগ্য হয়ে পড়ে । আবার আমে হপার পোকার আক্রমন হলে ফলন শূন্যের কোটাতেও নেমে যেতে পারে । কৃষকরা এখন পর্যন্ত এ সমস্ত পোঁকা দমনের জন্য নির্বিচারে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ।
আইপিএম আইএল প্রকল্পের সহায়তায় বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান এ গুলোর সমাধানে আমের হপার ও মাছি পোকা দমনে আইপিএম পদ্ধতি উদ্ভাবন করেছেন; যা খুবই কার্যকর, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবন্ধব। পাশাপাশি এ পদ্ধতি অবলম্বন করলে আমের ফলনও অনেক বেড়ে যাবে।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও কৃষানীদের ফেরোমন ফাঁদ ও ফল ব্যাগিং পদ্ধতিতে আমের মাছি পোঁকা দমন প্রযুক্তি উদ্বুদ্ধ করার জন্য সরেজমিনে প্রযুক্তি গুলো হাতে কলমে দেখানো হয় এবং এদের উপকারি দিক গুলো ব্যাখ্যা করা হয় । এগুলো দেখে কৃষক ও কৃষানীরা খুব উৎসাহিত হন এবং তাদের মাঠে এ প্রযুক্তি গুলো গ্রহনের আগ্রহ প্রকাশ করেন ।
কৃষক ও কৃষানীরা এ ধরনের ব্যাগ ও ফেরোমন বাজারে সহজলভ্য করার অনুরোধ জানান । আশা করা যায় শীঘ্রই এ প্রযুক্তি গুলো কৃষক ও কৃষানী পর্যায়ে ছড়িয়ে পড়বে, যা বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনে নতুন দিগন্তের সূচনা করবে ।




