লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের অভিযানে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া ও লম্বাশিয়া ছড়া হতে অবৈধভাবে উত্তোলিত ৫৩হাজার ৫শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
এসময় নিষ্ক্রিয় করা হয়েছে বালু কাজে ব্যবহৃত ৩টি মেশিন। গত ৭ জুন মঙ্গলবার কাল সাড়ে ১১টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান। এ অভিযানে সহযোগিতায় ছিলেন লোহাগাড়া থানার এসআই সমশুদ্দোহা ও এএসআই নুর মোহাম্মদসহ পুলিশের একটি টিম। এছাড়াও ছিল উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মচারী।
উপজেলা সহকারী কমিশনার জানান, কালুসহ একটিদল নিষেধ উপেক্ষা করে অবৈধভাবে দীর্ঘদিন থেকে সাতগড় ছড়া ও লম্বাশিয়া ছড়া থেকে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।
এছাড়াও চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিশ্চা এলাকায় অপর একটি বালু উত্তোলনের মেশিন নষ্ট করা হয়েছে।




