প্রেস বিজ্ঞপ্তি: এম.এ.লতিফ এমপি’র উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ৩ নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে আজ মঙ্গলবাল (০৭ জুন) বিকাল ৫ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া জাতির পিতা প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন-১৯৬৬ সালে পাকিস্তানী শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালী জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করেন। ১৯৬৬ সালের ০৭ জুন জাতির পিতার ঘোষিত ছয় দফা আন্দোলনে মধ্যে দিয়ে অঙ্কুরিত হয় স্বাধীনতার স্বপ্নবীজ। পরবর্তীতে ছয় দফাভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিতকতায় ১৯৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আজিজ মোল্লার সভাপতিত্বে ২৯ নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহাম্মদ, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- লবণ শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেন, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ ফরিদ কন্ট্রাক্টর, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ হোসেন, ৩৮ নং ওয়ার্ড আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ ওমর ফারুক, ৪১ নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি মাঈনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহেদ আলী, যুবলীগ নেতা হাসান উদ্দনি সোহলে, মোঃ শহিদ শেঠ, মোঃ জুয়েল, স্বাধীনতা নারী শক্তি পরিচালক জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নারগিস, শম্পা বিশ্বাস, প্রমূখ।




