প্রেস বিজ্ঞপ্তি: ব্যাকপ্যাক খুলতেই বের হল ইয়াবার চালান। র্যাব এর হাতে ধরা পড়ল ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ইয়াবা ব্যবসায়ী। গতকাল সোমবার বাকলিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম রোডে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করার সময় মোটরসাইকেল আরোহীদের নিকট থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন- মোঃ নুরুল হাকিম (২৪), এবং মোঃ ইউনুস (২২)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলায়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী মোঃ নুরুল হাকিম এর হাতে থাকা সাদা প্লাষ্টিকের ব্যাগ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে ১০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম, বান্দরবান এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




