নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় লাশ শনাক্তে দ্বিতীয় দিনের মতো স্বজনদের ডিএনএ সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট।
মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) সামনে স্থাপিত বুথে সকাল ১০টার থেকে নমুনা সংগ্রহ শুরু করে সিআইডি। এ সময় নিহতের স্বজনরা নমুনা দেওয়ার জন্য আসেন।
সিআইডি চট্টগ্রামের ফরেনসিক ল্যাবের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (৬ জুন) ৩৭ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের পরিবারও রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৬ জনের লাশ শনাক্ত করা হয়েছে। লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে। তবে এখনো ১৫ জনের লাশ শনাক্ত করা যায়নি।




