নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের এলাকার বাতাসে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার শংকায় ঘটনাস্থলের অদূরে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সকল পরীক্ষা ৯ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিবেচনা করে এবং বেশ কিছু শিক্ষার্থী সীতাকুণ্ড ট্র‍্যাজেডিতে মানবিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকার বিষয়টি বিবেচনা করে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষা আপাতত স্থগিত রাখার দাবি জানানো হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে পরীক্ষা সমূহ স্থগিতের ঘোষণা আসে।

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের এলাকার বাতাসে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার শংকায় ঘটনাস্থলের অদূরে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সকল পরীক্ষা ৯ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিবেচনা করে এবং বেশ কিছু শিক্ষার্থী সীতাকুণ্ড ট্র‍্যাজেডিতে মানবিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকার বিষয়টি বিবেচনা করে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষা আপাতত স্থগিত রাখার দাবি জানানো হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে পরীক্ষা সমূহ স্থগিতের ঘোষণা আসে।