নিজস্ব প্রতিবেদক: ‘আইনী নানা মারপ্যাঁচে পড়ে বিচারে যে দীর্ঘসূত্রিতা তৈরি হয় সেটি বিচারপ্রার্থীর প্রতি এক প্রকার অবিচার’। রবিবার (৫জুন) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অডিটোরিয়ামে আয়োজিত আইন অনুষদের অটাম এবং স্প্রিং ২০২১ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন।
আইন অনুষদের চেয়ারম্যান মনজুর হোসেইন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ বলেন, আমাদের দেশের বাস্তবতায় একটা মামলা শুরু হলে দেখা যায় মামলা শেষ হতে হতে সেই মানুষটিই মারা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর, তোমরা নিজ নিজ কর্মক্ষেত্রে মানবিকতাকে ধরে রেখে নিজেদের নৈতিকতাকে একটুও বিচ্যুত হতে দিবে না। এটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের সার্থকতা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের অদূরে সংঘটিত বিএম কন্টেইনার ডিপোর ট্র্যাজেডিতে হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ফিমেইল একাডেমিক জোনের কো অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী।
আরো উপস্থিতি ছিলেন আইন বিভাগের সিনিয়র শিক্ষক ডক্টর কাজী এরশাদুল হক, অনুষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট রিদোয়ান গনি এবং সহকারী অধ্যাপক অ্যাডভোকেট নাসির উদ্দীন,ডক্টর সাইফুল ইসলাম, সামিউল হাসান। ফিমেইল একাডেমিক জোন থেকে ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান আরা বেগম, সুফিয়া খানম, তাসলিমা খানম,ফয়জুন্নেসা তারু, দিলরুবা পারভিন, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইন অনুষদ ৩১তম ব্যাচের শিক্ষার্থী ইমরানুল হক হৃদয়।




