প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর এর সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে আজ রবিবার (০৫ জুন) বিকাল ৩ টায় দারুল ফজল মার্কেট চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ওয়াসা সিবিএ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম।
তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি একটি জাতি হিসেবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃতি লাভ এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের প্রতিষ্ঠিত হয়। সেই লক্ষ্যে আমরা স্বাধীনতা যুদ্ধে পশ্চিমা হানাদারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে সক্রিয় ভূমিকায় ছিলাম। কেউ যদি মনে করে ’৭১ আর ’৭৫ সমান তা সম্পূর্ণরূপে ভুল হবে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার বেঁচে থাকতে ’৭৫ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
তিনি আরও বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসুন।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও বিভিন্ন বেসিক সংগঠনের ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে মো. রিয়াজ, ইমাম শরীফ, হীরন মিয়া, আমির হোসেন, মো. শাহাদাত, মো. খোরশেদ, মো. ইসমাইল, মো. হাসান, মো. নিজাম উদ্দিন, মো. বাবুল, মো. খোকন, আব্দুল মালেক প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে সমাপ্তি করেন।




