প্রেস বিজ্ঞপ্তি: র্যাবের অভিযানে হাটহাজারী এলাকা হতে ২৯০ ঘনফুট চোরাই কাঠসহ ৬ জন অবৈধ কাঠ পাচারকারীকে আটক করেছে। গতকাল র্যাব এর একটি দল হাটহাজারী থানাধীন মিরেরখিল এলাকায় হাটহাজারী টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করার সময় উল্লেখিত চোরাই কাঠসহ কাঠ পাচারকারীদের আটক করা হয়। আটককৃতরা হলেন-তৌহিদুল আলম(২৪), মোঃ জয়নাল আবেদীন (২৩), মোঃ আব্বাছ (২৭), মোঃ শামীম (৩৫), মোঃ ফারুক (২৮), এবং মোঃ মুজাহের ইসলাম(২৭)।
র্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে কতিপয় চোরাই কাঠ ব্যবসায়ী একটি ট্রাক যোগে চোরাই সেগুন, মেহগনী এবং গামারী কাঠ নিয়ে ফটিকছড়ি হইতে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৪ জুন র্যাব এর একটি দল হাটহাজারী থানাধীন মিরেরখিল এলাকায় হাটহাজারী টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় একটি ট্রাক তল্লাশী করে আসামী তৌহিদুল আলম(২৪), মোঃ জয়নাল আবেদীন (২৩), মোঃ আব্বাছ (২৭), মোঃ শামীম(৩৫), মোঃ ফারুক(২৮), এবং মোঃ মুজাহের ইসলাম(২৭)কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজতে থাকা ট্রাকে মোট ২৯০.৪২ ঘনফুট চোরাই সেগুন, মেহগনী এবং গামারী কাঠ উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সরকারী বনবিভাগের এসব উন্নত মানের সেগুন, মেহগনি ও গামারি কাঠ চোরাইভাবে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত চোরাই কাঠের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত চোরাই কাঠ সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে হাটহাজারী বিট কাম চেক ষ্টেশন, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়েছে।




