নিজস্ব প্রতিবেদক: বায়েজিদ বোস্তামি থানার অভিযানে চোরাই ৫টি মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে।গতকাল ২৮ এপ্রিল দিবাগত রাতে সীতাকুন্ড থানা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাই মটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।
ঘঠনা বিবরণে প্রকাশ, গত ২৮ এপ্রিল ঠিকাদার কাজী নজরুল ইসলাম এর ব্যবহৃত HORNET-150 সিসি মোটর সাইকেলটি বাড়ীর সামনে থেকে চুরির সময় এলাকার লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে বাসা হতে বাহির হয়ে দেখে বিবাদী মোঃ সাকিব (২০) তার মোটর সাইকেলটিসহ পড়ে আছে। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি নিজের বাইকটি উদ্ধার করেন এবং থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষনিক টহল পুলিশ ঘটনাস্থলে এসে বর্ণিত বিবাদীকে হেফজাতে নেয়।
পরবর্তীতে বায়েজিদ বোস্তামি থানা টিম প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীসহ সীতাকুন্ড থানা এলাকায় অভিযান পরিচালনা করে সীতাকুন্ড থানাধীন বিভিন্ন স্থান হতে ৫ টি মোটরসাইকেল উদ্ধার করে এবং উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে।
Post Views: 612



